ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
অ- অ+

বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভারতীয় গণমাধ্যম ভালো ভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি অভিযোগ করেন, বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে তুলে ধরতে তারা পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।

রবিবার বিকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে খুশি নয়। তারা এদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তালেবান সরকারে উত্থান হচ্ছে, এমন অযৌক্তিক প্রচারণাও চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম।’

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা দুদেশের কারও জন্যই সুখকর হবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন জানান, আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কথা বললেও গত ১৫ বছরে সম্পর্ক জোরদারে রাজনৈতিক কোন সদিচ্ছা দেখায়নি আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। এ সময় সিপিডি দেশের সত্য চিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল। সেই সময় পুলিশ কাজ করছিল না। ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/কেএ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা