লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ২২:২৯
অ- অ+

হাওর বেষ্টিত জেলা হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মীয় সংখ্যালঘু গ্রাম হিসেবে পরিচিত কৃষ্ণপুরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কৃষ্ণপুর শ্মশানে ডা. অভিজিৎ রায়ের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আরিফ আহমেদ রুপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন।

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষ্ণপুরের রাস্তাঘাট শ্মশান মন্দিরের উন্নয়ন করা হবে, ৫ আগস্ট তারিখ সরকার পতনের পর লাখাই উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্ম ধর্মীয় সংখ্যালঘুদের সকল নিরাপত্তা সহ দুর্গাপূজায় আমরা মন্দির পাহারা দিয়েছি, বিএনপির আমলে সাবেক এমপি আবু লায়েছ মো. মমিন চৌধুরী আপনাদের কৃষ্ণপুর গ্রামে বিদ্যুৎ দিয়েছেন, ভবিষ্যতেও আমরা উন্নয়ন করব আমরা আপনাদের পাশে সব সময় থাকবো আপনারও আমাদের পাশে থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তাজুল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, বিএনপি নেতারা রানা তালুকদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই ১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম মো. ইব্রাহিম মিয়া সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আজম, লাখাই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ও পরিষদের সভাপতি লিটন সূত্রধর, বিএনপি ছোট্ট মিয়া, বিএনপি নেতা স্বদেশ ঠাকুর, বিএনপি নেতা স্বপন শীল, নিরঞ্জন রায় প্রমুখ।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা