মাদক কারবারিদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ২২:২৬
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য। তারা হলেন- এসআই আব্দুস সাত্তার ও সিপাহী মো. সায়েদুল। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে কাদিরাবাদ হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ ঢাকা টাইমসকে জানান, মোহাম্মদপুর কাটাসুর এলাকায় ধানমন্ডি সার্কেলের পরিদর্শক শাহজালাল খানসহ পাঁচ সদস্য ৭ নম্বর সড়কের বোটঘাটের ২৫৫ নম্বর বাড়িতে অভিযান চালায়। এসময় দ্বিতীয়তলা ঘেরাও করে দুইটি রুম তল্লাশি করে এক কেজি গাঁজা এবং মাদক বিক্রির সাড়ে ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. রুবেলকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রুবেলের ছোট ভাই সবুজ, মো. হাসান, কালা ওরফে শাওন, শাকিল ওরফে চিকু শাকিলসহ ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আকস্মিকভাবে পরিদর্শক শাহজালাল খানসহ অধিদপ্তরের ৫ জনের ওপর হামলা করে। এতে সিপাই মো. সায়েদুল ও এসআই আব্দুস সাত্তারকে গুরুতর আহত হন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ও বসিলা সেনা ক্যাম্পের অধিনায়কসহ ঘটনাস্থলে যায়। পরে আহতদের উদ্ধার করে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে সিপাই সায়েদুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এসআই আব্দুস সাত্তার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

শামীম আহম্মেদ জানান, অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় ছয়জনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বা সদস্যদের অস্ত্র না থাকায় অভিযানে গিয়ে তারা প্রায় হামলার শিকার হচ্ছেন। তাই তাদের অস্ত্র দেওয়ার জন্য দাবিও উঠেছে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ
সোনারগাঁয়ে যুবদল নেতা বহিষ্কার 
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আরাফাতের পোস্ট
ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা