সবুজবাগে ৬ মাদক মামলার আসামি বাবু গ্রেপ্তার
রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. বাবুল ওরফে স্বর্ণকার বাবু (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ, কদমতলী, রমনা মডেল ও শাহজাহানপুর থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সবুজবাগের ওহাব কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন ওহাব কলোনী এলাকায় বাবুল ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন