জামিনে কারামুক্ত সাবেক এসপি বাবুল
স্ত্রী হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার মুক্ত হয়েছেন। তিন বছর সাতমাস পর তিনি কারামুক্ত হলেন।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিনের আদেশ আসার পর বাবুল আক্তার কারামুক্ত হয়েছেন। বিকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
আরও পড়ুন>বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এদিন স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এরপরই মুক্ত হন বাবুল।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এসএস/ইএস)
মন্তব্য করুন