ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিজনেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিরাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানজিলা আক্তার মিম।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি সভা কক্ষে এক্সিকিউটিভ মিট আপ অনুষ্ঠানে ববি বিজনেস ক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটির জে্যষ্ঠ সহ-সভাপতি হয়েছেন দিপা বিশ্বাস এবং সহ-সভাপতি হয়েছেন মো. মৃদুল ইসলাম ও তামান্না আক্তার ময়ূরী। তাছাড়া জে্যষ্ঠ সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন শহীদ আফ্রিদি এবং সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াদ মাহমুদ ও অয়ন ভাদুরী।
এছাড়াও বিভিন্ন কার্যকরী বিভাগের প্রধান হিসেবে রয়েছেন মো. নিহাল খান, মো. মাসুদ রানা, আব্বাস উদ্দিন তামিম, তানভির এনায়েতুল্লা, শাহেদ বিন সিদ্দিক, বাঁধন দাস, প্রান্ত বিশ্বাস, রনি আহমেদ, নূর মোহাম্মদ এবং সৌরভ রয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ববি বিজনেস ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক জ্ঞানের প্রসারে কাজ করে আসছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও চাকরি জীবনে প্রয়োজনীয় দক্ষতার মেলবন্ধনে কাজ করে যাচ্ছে ক্লাবটি। প্রতি বছর বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে শিক্ষার্থীদের মান উন্নয়ন করে থাকে। পাশাপাশি ক্লাবটি ক্যারিয়ার উন্নয়ন, স্কিল উন্নয়নে নানা ধরনের সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে থাকে।
(ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন