চাঁদপুরে নৌবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে চেক হস্তান্তর

চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত ১২৭ পরিবার ও ব্যবসায়ীর মাঝে ক্ষতিপূরণ হিসেবে তিন কোটি ২৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে দারুল উলুম মাদ্রাসা মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সোশ্যাল এনজিওর সহায়তায় ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, দেশব্যাপী বৃটিশদের আমল থেকে চাঁদপুর নদী বন্দরের সুনাম রয়েছে। চাঁদপুরসহ আশপাশের মানুষের জন্য এই টার্মিনালটা অনেক গুরুত্বপূর্ণ। এটি দৃশ্যমান বিস্ময়কর একটি টার্মিনাল হবে।
তিনি বলেন, যারা টাকা পাবেন তারা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিবেন। এর ব্যত্যয় হলে ৩ দিনের মধ্যে খালি করা হবে। একই জায়গার জন্য আপনারা ২ বার ক্ষতিপূরণ পেলেন। এই টার্মিনাল হলে এর সুফল আপনারাই ভোগ করবেন। কক্সবাজারের মতো চাঁদপুরে একটা রিভার ড্রাইভ নির্মাণ হবে। এখানে পর্যটনের জন্য রিসোর্ট তৈরি হবে। আগামী ২০২৫ সালের আগস্ট মাসে কাজ শেষ করতে হবে।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী, প্রকল্প পরিচালক মো. ফরহাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক আইয়ুব আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বর্তমান স্থান ত্যাগ করতে হবে।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এমআই/এসএ)

মন্তব্য করুন