প্রথম বলটা খেলেই বুঝতে পারলাম ব্যাট করা কঠিন হবে: লিটন দাস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০
অ- অ+

সময়টা খারাপ যাচ্ছে লিটন কুমার দাসের। ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে পড়েছেন তিনি। কোনো ম্যাচেই হাসছে না তার ব্যাট। আর তাই তাকে দলে রাখা নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর। তবে ব্যাট হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করলেও অধিনায়ক হিসেবে দারুণ কীর্তি গড়েছেন লিটন দাস। এই উইকেটকিপারের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দীর্ঘ ৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক মারার পর আজ ব্যাটিং পজিশন বদলেও রান করতে পারেননি লিটন। আর্নস ভেলের উইকেট ব্যাটারদের জন্য বরাবরই দুর্বোধ্য। অফফর্মে থাকা লিটনের জন্য তা আরও বেশিই দুর্বোধ্য। ব্যাটে না পারলেও লো স্কোরিং দুই ম্যাচেই অধিনায়কত্বে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন এই উইকেটকিপার।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে শামিম পাটোয়ারির ১৭ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে। জবাবে ১০২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস জানান, উইকেট যে কঠিন তা তিনি প্রথম বল খেলেই বুঝতে পেরেছিলেন। একই সঙ্গে দারুণ সাবলীলভাবে ব্যাট করাতে শামিম পাটোয়ারির প্রশংসাও করেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। যখন আমি (ম্যাচের) প্রথম বলটা খেললাম, তখনই বুঝতে পারলাম, এই পিচে ব্যাট করা খুব কঠিন হবে। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’

তবে শুধু শামিমই নয়, দলের বাকি সদস্যদের কৃতিত্ব স্বীকারে কুণ্ঠা নেই লিটনের, ' ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও।’

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) একই মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা