এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৮
অ- অ+

এনআরবিসি ব্যাংক পিএলসি’র বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিসিও কবীর আহমেদ।

সম্মেলনে একটি টেকসই ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হারুনুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো হুমায়ুন কবির, আইসিসি বিভাগের প্রধান মোহাম্মদ হাজ্জাজ বিন মাহফুজ, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সিআরও সিরাজুল আমিন আহমেদ, ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল গফুর রানা।

এসময়, অনলাইনে প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, অঞ্চল প্রধানগণ এবং শাখা-উপশাখার ম্যানেজার এবং অপারেশন ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে তা নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এনআরবিসিকে টেকসই ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

(ঢাকা টাইমস/১৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা