বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮
অ- অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকিট ক্রয়সহ আনুষঙ্গিক সেবা নেওয়ার জন্য নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে ডাচ্-বাংলা ব্যাংককে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আরও সহজ, দ্রুত, এবং নিরাপদভাবে বিমানের টিকিট ঘরে বসেই কাটা সম্ভব হবে।

ডাচ্-বাংলা ব্যাংক লিঃ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোট ৬টি চ্যানেল— ভিসা ডেবিট কার্ড, ভিসা ক্রেডিট কার্ড, মাস্টার ডেবিট কার্ড, মাস্টার ক্রেডিট কার্ড, নেক্সাস কার্ড এবং রকেট এ টিকিট কাটা সম্ভব হবে। এর ফলে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সহজ স্বাচ্ছন্দ্যময় ইন্টারফেসের মাধ্যমে টিকিট কেনা সম্ভব হবে। ডাচ্-বাংলা ব্যাংক যুক্ত হওয়ার ফলে বিমানের ওয়েবসাইটে টিকিট কাটার জন্য পেমেন্ট গেটওয়ে হিসাবে একত্রে মোট ৬টি গেটওয়ে যুক্ত হল। এতে একজন সম্মানিত যাত্রী এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকেট ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য প্রতিটি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে আরও বেশি সহজভাবে বিমানের টিকিট ক্রয়সহ অন্যান্য সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার বিমান- এর প্রধান কার্যালয় বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়েতে অন্তর্ভুক্তির বিষয়ে উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মো. শিরিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ই-বিজনেসের প্রধান, বিমানের পরিচালক অর্থ, পরিচালক বিক্রয় ও বিপণনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০ ডিসেম্বর/টিএ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
‘আত্মরক্ষায়’ ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা