মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৪| আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩২
অ- অ+

চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে মেঘনা নদীতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল ও মতলব উত্তর মোহনপুর নৌপুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ডাকাতদল অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কোস্টগার্ড ও নৌপুলিশ ধাওয়া করলে ডাকাতদল তাদের একটি স্পিডবোট খালের মধ্যে রেখে পালিয়ে যায়।

এ সময় স্পিডবোটে থাকা একটি একনলা বন্দুক, পাঁচটি ছুরি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি অ্যানড্রয়েড মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত স্পিডবোট এবং সকল ধরনের অস্ত্র ও মোবাইল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আলুবাজার নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের মধ্যে চুক্তি 
মেঘনা ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন রাশেদুল আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা