টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলার অনুরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩| আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯
অ- অ+

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজ ভেঙে একটি কাভার্ডভ্যান তুরাগ নদে পড়েছে। এ ঘটনায় এই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানবাহনগুলোকে ভিন্ন পথে যাওয়ার অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোররাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। ভোরে আবুল খায়ের গ্রুপের একটি কাভার্ডভ্যান ব্রিজটিতে ওটে। এসময় ব্রিজটি ভেঙে ভ্যানটি নদে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আবুল খায়ের গ্রুপের এক কর্মকর্তা বলেন, এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি দুর্ঘটনায় কবলিত হলে ড্রাইভার এবং সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

তুরাগ নদীর টঙ্গী-আব্দুল্লাহপুর দুই তীরের সংযোগ স্থলে দুটি বেইলি ব্রিজ আছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীতে সড়ক ও জনপথ বিভাগের বড় সেতু নির্মাণের সময় বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। এখন বড় সেতু দিয়েই গাড়ি চলাচল করে।

দুই ব্রিজের একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ ও আরেকটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন যাতায়াত করে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়াতের বেইলি ব্রিজ ভেঙে যায়।

গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম জানান, বড় সেতু নির্মাণের সময় ২০২২ সালে ছয়মাসের জন্য এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। বড় সেতু নির্মাণ শেষ হওয়ায় এটি এখন অকেজো।

অনেক আগেই ব্রিজে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা ব্রিজ নদী থেকে তুলে নতুন করে তৈরি করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে এ বিষয়ে একটি আপডেট দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, 'সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।'

ঢাকাটাইমস/২১ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনা: সৌদি আরবে ফেরা হলো না তিন বন্ধুর
সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর লিপিসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ইসি নিবন্ধন: শুরুতেই ছিটকে পড়ার ঝুঁকিতে ৬৫ দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা