মাধবদীতে পাওয়ারল্যুম মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪

নরসিংদীর মাধবদীতে এক পাওয়ারল্যুম মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন চার শ্রমিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত পাওয়ারলুম মালিক মাধবদী থানার কাঠালিয়া এলাকার আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪৫)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় চারজন পাওয়াল্যুম শ্রমিককে আটক করা হয়। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবতী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/মোআ)

মন্তব্য করুন