সড়ক অবরোধ করে শাহবাগ মোড়ে চিকিৎসকরা, কী দাবি তাদের?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮
অ- অ+

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেছে পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বেতন ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি করছেন তারা।

আন্দোলনরতরা বলছেন, ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড়। দাবি আদায় না হলে তারা ঘরে ফিরবেন না।

রবিবার বেলা ১টায় শাহবাগ মোড় অবরোধ করে এ রিপোর্ট রেখা পর্যন্ত (বিকাল ৫টা) পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর ঢাকাটাইমসকে বলেন, ‘অবরোধকারীরা এখনও সড়ক ছেড়ে যাননি। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আন্দোলনরত চিকিৎসক সাবিনা নাহার বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব ডাক্তাররা রয়েছে তারা এক লাখ থেকে দেড় লাখ টাকা ভাতা পান। কিন্তু আমরা মাত্র ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাবো।

এখন আমরা যে ভাতা পাই তা দিয়ে চলা খুব কঠিন জানিয়ে ডা. আবু সাঈদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করে আসছি। আওয়ামী লীগ আমলে আন্দোলন করলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। যেহেতু এখন একটা বিপ্লবী সরকার ক্ষমতায় আছে, আমরা আশা করব কোনো ধরনের সময়ক্ষেপণ না করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে।

এদিকে আন্দোলনরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের শাহবাগ মোড় ছাড়ার অনুরোধ জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। তিনি বলেন, চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিক এবং উপাচার্য হিসেবে দাবি আদায়ে সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এমনকি ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পর্যায়েই রয়েছে, যা এই সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন চলে আসবে বলে আশা করছি। এছাড়া বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীসহ সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তাই সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান উপাচার্য।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা