চুয়াডাঙ্গায় ১৪ স্বর্ণের বারসহ তিনজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:১০
অ- অ+

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ তিন চোরা কারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এদিন রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রেলস্টেশন এলাকায় অ্যাম্বুশ করে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি টহলদল ট্রেন থেকে নামা সন্দেহভাজন ৩ স্বর্ণ চোরা কারবারিকে ঘোরাফেরা করতে দেখলে তাদের গতিরোধ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় চোরা কারবারিদের হেফাজতে থাকা ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিদের থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা