সচিবালয়ে আগুন, দুর্ঘটনা নাকি নাশকতা?

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি কি নাশকতা নাকি দুর্ঘটনা।
সচিবালয়ের এই ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয়ের দপ্তর। পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি। অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ হোসেন ও আসিফ মাহমুদের দপ্তরও এই ভবনে।
সচিবালয়ের এই ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর। আরও আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর।
আগুন লাগার ছয় ঘণ্টার পর সকাল আটটায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।
এর আগে ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ জানান, রাত পৌনে ২টার দিকে ওই ভবনে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা পরে বলতে পারবেন বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আগুন নেভানোর পর তদন্তের মাধ্যমে জানা যাবে আগুন কীভাবে লেগেছে।
এই আগুন দুর্ঘটনা নাকি নাশকতা সেটি বলতে পারছেন না কেউ। আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী। ওই ট্রাকচালককে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে সকাল সাতটায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে বলেন, ফায়ার সিার্ভিসের কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে আগুন নেভানোর কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ফায়ার সার্ভিসের ২১১ জন কর্মী কাজ আছেন। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। পরে গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়।
এদিকে সচিবালয়ে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করছেন।
অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরাও সচিবালয়ের গেটের সামনে কড়া পাহারায় রয়েছেন। তারা সেখানকার নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তারা আগুন লাগার খবর পান বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/মোআ)

মন্তব্য করুন