সচিবালয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, ফায়ার ফাইটারের মৃত্যু

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নেভানোর পাইপ হাতে নিয়ে রাস্তা পাড়াপাড়ের সময় একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। তার নাম সোহানুর জামান নয়ন।
বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একেএকে যোগ দেয় আরও ১২ ইউনিট। বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ২০ ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে ঘটনাস্থলে উদ্ধার সহায়তা দিতে বর্ডার গার্ড বাংলাদেশের ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আছে পুলিশ, র্র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসএস)

মন্তব্য করুন