নোয়াখালীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর আবদুল মোতালেব (৭৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার মধ্য নাজিরপুর এলাকার খসরু মিয়ার বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে নিখোঁজ আবদুল মোতালেব। রাতে এলাকার বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। কিন্তু রাতে তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে নাজিপুর এলাকার একটি পুকুরে আবদুল মোতালেবের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ঘটনাস্থল ওই পুকুর ঘাট থেকে মৃত মোতালেবের ব্যবহৃত লুঙ্গি ও কাপড়-চোপড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে বুধবার সন্ধ্যার কোনো একসময় ওই পুকুর ঘাটে গেলে পানিতে নামার পর ডুবে মারা যান।
ওসি আরও জানান, মোতাবেল মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(ঢাকা টাইমস/২৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন