১৭ বছর পর ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভান্ডারিয়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পিরোজপুরে জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি মো. সিদ্দিকুল ইসলাম, পিরোজপুর জেলা জামায়াতের সাবেক মজলিসে শূরা সদস্য মাওলানা হারুন অর রশিদ, মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শরীফ আব্দুল জলিল প্রমুখ।
(ঢাকা টাইমস/২৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন