বরিশালে ভুয়া ডিবি গ্রেপ্তার

বরিশালে অভিষেক সোম অভি (৩০) নামে এক ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চারটি নকল আইডি কার্ড, একটি ওয়াকিটকি (ওয়ারলেস সেট) ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহযোগিতায় বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী শাহ্পরান সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত অভিষেক সোম অভি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের লক্ষন চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে। বর্তমানে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের উত্তর কালীবাড়ি রোডের সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, আটককৃত ব্যক্তি নিজেকে স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শাহ্পরান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জনৈক রানা হাওলাদারের হোটেলের সামনে এসে স্থানীয় লোকজনের কাছে নাম-ঠিকানা জানতে চান। এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য এসেছে বলে তাদের জানান। এসময় স্থানীয় দুলাল মৃধা এবং সোহেল ইসলাম নামের দুজনকে মাদক কারবারি আখ্যা দিয়ে তাদের কাছে টাকা দাবি করেন।
অভির আচরণ ও গতিবিধি সন্দেহজনক হলে দুলাল মৃধা ও সোহেল থানা পুলিশকে বিষয়টি জানান। পরে এয়ারপোর্ট থানার এসআই আল-আমিন নাঈমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারক অভিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন