রাজধানীতে জেঁকে বসেছে শীত, দেখা নেই সূর্যের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:১০| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫০
অ- অ+
কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। ছবিটি গতকাল তোলা

সারাদেশে প্রবল শীত। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। আজ শুক্রবার ভোর থেকে কুয়াশায় ঢেকে আছে গোটা রাজধানী। দেশা মিলছে না সূর্যের।

শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার যা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। রাজধানী শহরও গতকাল কুয়াশায় ঢাকা ছিল। সারাদিন সূর্যের দেখা মেলেনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

এসময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “এখন যে বাতাসে কুয়াশা আসছে এটা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।”

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খাওয়ার পরে ২ মিনিট হাঁটলেই দূরে থাকবে ডায়াবেটিস
পাকা তাল জটিল রোগের মহৌষধ, যেভাবে রস সংরক্ষণ করবেন
গাজায় ইসরায়েলের হামলায় ৩৮ জন নিহত
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা