আইইবির প্রেসিডেন্ট ইঞ্জি. রিজুর মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭
অ- অ+
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সদস্য (এস্টেট এবং ভূমি) ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর মা আমেনা বেগম মারা গেছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৮ বছর এবং তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু জানান, শুক্রবার বাদ মাগরিব ঢাকার গুলশান নিকেতন মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে দিনাজপুরের পাঁচকুড়ের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি শুক্রবার এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ যেন মরহুমাকে বেহেশত নসিব করেন সেই দোয়া করেন।

এছাড়া প্রকৌশলী রিজুর মায়ের ইন্তেকালে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী। নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা