টাঙ্গাইলে চাঁদাবাজির মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৪| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:২১
অ- অ+

টাঙ্গাইল শহরে চাঁদাবাজির মামলায় মো. নাইম আদনান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে শহরের দেওলা নিঝুম ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাইম আদনান ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সিলেটে কুলবাখানী এলাকার মৃত এমএ নুরের ছেলে তারেক আহমেদ দেশের বিভিন্ন এলাকায় মনিপুরি তাঁতিশিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন নামে বাণিজ্য মেলা করে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থ বছরে টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬ ডিসেম্বর তারেককে অনুমতির বিষয়টি জানানো হলে তিনিসহ ডেকোরেটর ম্যানেজার ফরহাদ হোসেন ২৯ ডিসেম্বর টাঙ্গাইলে আসেন। দেওলা এলাকায় অবস্থানকালে শহরের হাজরাঘাট এলাকার জাহিদ, মো. ইমরান, নাইম আদনান, বিপ্লব ও জামাল হোসেনসহ অজ্ঞাত আরো কয়েক জন তাদের নিঝুঁম ছাত্রাবাসে নিয়ে যান। তাদের মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিতে হত্যার হুমকিসহ মারধর করতে থাকে। পরে বিকাশ ও এসএ পরিবহনের মাধ্যমে কয়েক দফায় নাইমদের পাঁচ লাখ ৬০ হাজার টাকা প্রদান করে। ৩০ ডিসেম্বর রাতে অভিযুক্তরা তারেক ও ফরহাদ হোসেনের তিনটি অলিখিত ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। বিষয়টি গোপন না রাখলে প্রাণ নাশের হুমকিও দেন অভিযুক্তরা। পরে থানায় তারেক আহমেদ বাদী হয়ে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই রামকৃষ্ণ দাস বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা