শেরপুরে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৫, ২১:০১
অ- অ+

শেরপুরে কিশোরী বীণাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি মো. আমান উল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শনিবার দুপুরে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এটিইউ মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

এটিইউ জানায়, ২০১৬ সালের ১৯ জুলাই গ্রেফতার মো. আমান উল্লাহসহ অন্য আসামিরা শেরপুরে স্কুলছাত্রী কিশোরী বীণাকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পার্শ্ববর্তী একটি বিলে লাশ ফেলে দেয়।

এ ঘটনায় মো. আমান উল্লাহসহ ছয় জনকে আসামি করে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিচারিক কার্যক্রম শেষে আসামি আমান উল্লাহসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন। আসামি আমান উল্লাহ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন (মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি নং-৪৩৪১/এ)।

এটিইউ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার সময় আসামি আমান উল্লাহ জেল থেকে পালিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর ইন্দিরা রোড এলাকায় আত্মগোপনে ছিল।

পরবর্তীতে এটিইউ-এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা