গাজাজুড়ে ৩০ হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪১
অ- অ+
শনিবার গাজা সিটিতে আল-আশি পরিবার যেখানে আশ্রয় নিচ্ছিল সেখানে একটি ভবনে ইসরায়েলি হামলার পর উদ্ধারকারীরা একটি লাশ বহন করে

গাজা উপত্যকাজুড়ে ৩০টি পৃথক হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন, আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

শনিবার এ সব হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা শহরের আল-ঘৌল পরিবারের বাড়িতে ইসরায়েলের হামলায় একই পরিবারের অন্তত ১১ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।

গাজা সিটিতে দ্বিতীয় ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে একদল লোকের ওপর ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

দক্ষিণে খান ইউনিসে একটি গাড়িতে বোমা হামলায় মানবিক সহায়তা কাজে নিযুক্ত ছয় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছে, তাদের ক্রুরা দক্ষিণে খান ইউনিস এবং উত্তরে গাজা সিটিতে দুটি পৃথক ইসরায়েলি হামলার স্থানে রয়েছেন। উদ্ধারকারীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং খান ইউনিসের আল হালো পরিবারের বাড়ির ধ্বংসাবশেষ থেকে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে টেনে এনেছে বলে টেলিগ্রামে বলা হয়েছে।

গাজা শহরের তুফাহ এলাকায় আল শাওয়া পরিবারের বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে টেলিগ্রামে।

গাজায় ইসরায়েলের যুদ্ধে গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে কমপক্ষে ৪৫ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ আট হাজার ৫৮৩ জন আহত হয়েছে। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে কমপক্ষে ১১ হাজার ৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়েছিল।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা