গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত দেড়টায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন আসামি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানতে পেরে গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে অবস্থান নেন। পরে সেনাবাহিনীও সেখানে যায়। এসময় তাদের সহায়তায় চিকিৎসাধীন দুজনকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ।
পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকায় চারজনের মধ্যে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে সরকারের সমালোচনামূলক বক্তব্যের জেরে ফারুক হাসানের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে গণঅধিকার পরিষদ। এছাড়া হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এফএ)

মন্তব্য করুন