নতুন মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫১
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্মরণীতে বায়োবিড কোম্পানির অফিস সহকারী সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার মামুনকে কারাগার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্মরণী রোডের রাস্তার ওপর ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে সাব্বির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এ সময় সাব্বির হোসেনের গলায় গুলি লাগে।

পরে আবরার হানিফ (২৬) নামে একজন সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা আমোদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা