ইরানের মাহাবাদ জলাভূমিতে পরিযায়ী পাখিদের কোলাহল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:০২
অ- অ+

পরিযায়ী পাখির কোলাহলে মুখরিত হয়ে উঠেছে ইরানের পশ্চিমাঞ্চলীয় কানি বারাজান জলাভূমি। প্রদেশের প্রথম পাখি দেখার এই স্থানটিতে সম্প্রতি পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রোববার মাহাবাদের পরিবেশ সুরক্ষা বিভাগের প্রধান ফারু সোলেইমানি বলেছেন, কানি বারজান জলাভূমি ৯২৭ হেক্টর জুড়ে বিস্তৃত। উর্মিয়া হ্রদের দক্ষিণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপগ্রহ জলাভূমিগুলির মধ্যে অন্যতম এটি।

তিনি জানান, কানি বারাজান উত্তর-পশ্চিম ইরানের বিভিন্ন প্রজাতির পরিযায়ী এবং স্থানীয় জলপাখি এবং তীরবর্তী পাখিদের জন্য সবচেয়ে মূল্যবান আবাসস্থল হিসাবে বিবেচিত হয়।

সোলেইমানি আরও বলেন, জলাভূমিতে প্রতি বছর টিল, সবুজ ডানাওয়ালা এবং রডি হাঁস, ক্রেস্টেড গ্রেবস, নর্দার্ন পিনটেল, হুপার সোয়ান, গ্রেট ক্রেস্টেড গ্রেবস, লিটল গ্রেবস, শেলডাকস, কমন কুটস, ল্যাপউইংস, বিভিন্ন স্যান্ডপাইপার, আর্মেনিয়ান এবং কালো-এর মতো পরিযায়ী পাখির আগমন ঘটে।

এবছর পাখির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

জলাভূমি পুনরুদ্ধার এবং পাখিদের জীবনযাত্রার উন্নতির জন্য পাখিদের সংখ্যা বেড়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস

ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
চট্টগ্রামে সদর ইউনিট নির্বাচনে আওয়ামী প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগ রেজিস্ট্রারের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা