নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৬
অ- অ+

বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার নিহতের বাবার সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এসময় তিনি নয়নের বাবা মো. আক্তারুজ্জামানকে নগদ পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটার নয়ন ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানির পাইপ নামাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

তাৎক্ষণিক নয়নকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করে জনতা। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হয়।

এদিকে নয়নের মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা করা হয়। ফায়ার সার্ভিসের এই তরুণ সদস্যের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা