নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার নিহতের বাবার সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এসময় তিনি নয়নের বাবা মো. আক্তারুজ্জামানকে নগদ পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটার নয়ন ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানির পাইপ নামাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
তাৎক্ষণিক নয়নকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করে জনতা। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হয়।
এদিকে নয়নের মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা করা হয়। ফায়ার সার্ভিসের এই তরুণ সদস্যের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন