আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, কত বছর পর দেখা হবে মা-ছেলের?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৩| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১১:১৭
অ- অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করবেন।

তারেক রহমান গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে লন্ডনে অবস্থান করছেন। ‘আর্মি-ব্যাক্ড’ ওই সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে অন্তত ৮৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলার কারণে দেশে আসতে পারছেন না বিএনপি চেয়ারপারসনের এই বড় ছেলে। খালেদা জিয়াও আওয়ামী লীগ সরকারের সময়ে মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন ছিলেন কারাবন্দি, যদিও ওই সরকারের শেষ সময়ে এসে তাকে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এ কারণে দীর্ঘদিন ধরে দেখা হয় না মা-ছেলের। এবার তাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎ হবে।

মা খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের সবশেষ দেখা হয়েছিল ২০১৬ সালে। ওই বছরের ৯ সেপ্টেম্বর সৌদি আরবের রাজকীয় আমন্ত্রণে সপরিবারে ওমরা পালন করেছিলেন তারা। এরপর আট বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে আর কখনো তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি খালেদা জিয়ার। আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগও পাননি বিএনপি চেয়ারপারসন। ফলে এই আট বছরে দেশের বাইরে কোথাও তার যাওয়া হয়নি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। তাই দেশে চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার অস্ত্রোপচারসহ চিকিৎসা চলছিল।

অবশেষে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে যুক্তরাজ্যের লন্ডনে। এর মধ্যদিয়ে আট বছর পর সাক্ষাৎ ঘটবে মা-ছেলের।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
আজ  মহান মে দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা