টস জিতে স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো তামিমের বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসরের ঢাকা পর্ব শেষ করে এখন শুরু হয়েছে সিলেট পর্ব। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল আর সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অর্থাৎ আরিফুল হকের সিলেট প্রথমে ব্যাটিং করবে।
৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে ফরচুন বরিশাল। দুই ম্যাচে একটিতেও জিততে না পারা সিলেট স্ট্রাইকার্স আছে সাত দলের মধ্যে ছয় নম্বরে।
রংপুর রাইডার্সের বিপক্ষে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। ফলে দুর্বার রাজশাহীর বিপক্ষে কিপিং করতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। ফলে কিপিং করার জন্য একাদশে নেয়া হয়েছিল প্রীতম কুমারকে। তরুণ এই উইকেটকিপারকে খেলাতে বাদ দেয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে।
এক ম্যাচ পরই বাংলাদেশের অধিনায়ককে ফিরিয়েছে বরিশাল। এদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে সিলেট। রংপুর বিপক্ষে খেললেও বরিশালের ম্যাচে বাদ পড়েছেন পল স্টার্লিং ও স্পিনার নিহাদ উজ জামান। তাদের দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল ও পেসার রুয়েল মিয়া।
ফরচুন বরিশাল
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম এবং খান জাহানদাদ।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ
আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, রাকিম কর্নওয়েল, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলি, রনি তালুকদার, অ্যারন জোন্স, আল আমিন হোসেন, রুয়েল মিয়া ও রিস টপলি।
(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন