লন্ডনের উদ্দেশ্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে উঠেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিয়ে বিমানে উঠেন তিনি।
বিমানটি রাত ১১টা ৪৭ মিনিটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।
এর আগে রাত ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং গেট দিয়ে প্রবেশ করেন খালেদা জিয়া।
এদিন রাতে ৮টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।
গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত দুপাশের সড়কে হাজার হাজার নেতাকর্মী তাদের নেত্রীকে বিদায় জানান। এছাড়াও ৫ শতাধিক গাড়ি ও সহস্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিমানবন্দরে রওনা হোন বিএনপি চেয়ারপার্সন।
বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ঢল
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশটির রাজধানী দোহা এবং সেখান থেকে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
রাত ১০টায় খালেদা জিয়াকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল। কিন্তু দলীয় নেতাকর্মী ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় সাবেক প্রধানমন্ত্রীর।
ঢাকাটাইমস/০৭জানুয়ারি/জেবি/ইএস

মন্তব্য করুন