বিতর্ক সত্যের মুখোমুখি হতে সহায়তা এবং ইতিহাস বিকৃত হওয়া থেকে রক্ষা করে: চবি উপচার্য

বিতর্ক সত্যের মুখোমুখি হতে সহায়তা এবং ইতিহাস বিকৃত হওয়া থেকে রক্ষা করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় চিটাগং ইউনিভার্সিটি (চবি) স্কুল অব ডিবেটের (সিইউএসডি) ১৫তম থিমেটিক বিতর্ক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।
এতে সঞ্চালনা করেন যারিন তাসনীম মোরশেদ, মো. নাবিল সাদ ও তাহমিনা আফরোজ।
এছাড়া উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকলিমা খাতুন।
এই কর্মশালায় অংশ নিয়েছেন চবির প্রায় ৪০০ শিক্ষার্থী। আগামী এক মাস বিতর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি চলবে।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, আমরা এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিচ্ছি। এসব অ্যাক্টিভিটির মধ্যে অন্যতম একটা হলো বিতর্ক। আবার বিতর্ক এক প্রকার শিল্প। সে হিসেবে বিতার্কিকরা একেকজন শিল্পী। বহির্বিশ্বের স্কুল শিক্ষার্থীরা উপস্থাপনায় যেরকম দক্ষ, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেরকম দক্ষ নয়। তবে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থাপনায় দক্ষতা অর্জন করতে পারে।
বিতর্ক সত্যের মুখোমুখি হতে সহায়তা এবং ইতিহাস বিকৃতি হওয়া থেকে রক্ষা করে।
(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন