ভৈরবে আগুনে ৩ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি বাজারে আগুনে বেকারীসহ ৩ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শিমুলকান্দি বাজারের বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে একটি বেকারীসহ ৩ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা বেকারীর চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন তারা।
(ঢাকা টাইমস/১০জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন