ভৈরবে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:১৪| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। শুক্রবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— পৌর শহরের জগন্নাথপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. তুহিন (২৭), একই এলাকার মজনু মিয়ার ছেলে মো. জয়নাল (৪৫)।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৪ আসনের ৭ টিকিট উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় কালোবাজারে টিকিট বিক্রি করে আসছেন।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে টিকিটসহ দুজন কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত তুহিন ও জয়নালের নামে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
ইছামতী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা