ফিটনেসবিহীন গাড়ির দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: সড়ক উপদেষ্টা
ফিটনেসবিহীন গাড়ির দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার রাজধানীর বনানীস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা শেষে তিনি একথা বলেন।
জুলাই মাসে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সড়ক উপদেষ্টা বিআরটিএকে দক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আহ্বান জানান এবং বিআরটিএ এর সেবা প্রদান প্রক্রিয়াগুলো আরও সহজ ও জনবান্ধব করার নির্দেশনা দেন।
সড়কে সংগঠিত দুর্ঘটনা এখন থেকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে বলে উপদেষ্টা বলেন, আমরা এভাবে দায়-দায়িত্বহীনভাবে চলতে পারি না।সড়কে মৃত্যুর দায় আমাদের সবাইকে নিতে হবে। মানুষের জীবন অমূল্য তাই। আমাদের সবাইকে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের ট্রাস্ট্রি বোর্ড এর মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
সড়কে দুর্ঘটনা বৃদ্ধির প্রাথমিক দায় বিআরটিএকে নিতে হবে উল্লেখ করে সড়ক উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ বিআরটিএ এর ওপর বিরক্ত। এ অবস্থার উত্তরণে বিআরটিএকে জনসাধারণের সেবক হিসেবে কাজ করতে হবে।
এসময় উপদেষ্টা বিভিন্ন জেলা থেকে আগত বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শুনেন এবং তাদের সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় আলোচনা সভায় উপস্থিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত অংশীজনেরা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ করেন এবং সড়ক উপদেষ্টা এসব সুপারিশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে এর সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোঃ খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়াও সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র জনতার প্রতিনিধিবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/১১জানুয়ারি/আরএইচ
মন্তব্য করুন