টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো খুলনা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৩১| আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৫
অ- অ+

একদিন বিরতি দিয়ে আজ রবিবার (১২ জানুয়ারি) আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স আর খুলনা টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ আরিফুল হকের সিলেট প্রথমে ব্যাট করবে।

খুলনা টানা দুই ম্যাচ জয়ের পর সবশেষ ম্যাচে হেরেছে। অন্যদিকে টানা তিন হারের পর সবশেষ ম্যাচে প্রথম জয় পেয়েছে সিলেট। খুলনা চার আর সিলেট আছে ছয় নম্বরে।

একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগার্সরা। খুলনার হয়ে খেলবেন দারউইশ রাসুলি এবং জিয়াউর রহমান।গত ম্যাচ জেতা সিলেট একাদশে পরিবর্তন এনেছে একটি। আল আমিন হোসেনর বদলে খেলবেন রুয়েল মিয়া।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, রিস টপলি ও অ্যারন জোন্স।

খুলনা টাইগার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, জিয়াউর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, দারউইশ রাসুলি, ইমরুল কায়েস, উইলিয়াম বোসিস্টো।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহর এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা