রাজবাড়ী-কুষ্টিয়া রোডে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:০২| আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯
অ- অ+

রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা।

রবিবার সকালে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল রাজমহল বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী অন্য একটি লোকাল বাসের ওভারটেকিং নিয়ে উভয় বাসের শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার পর বাস দুটি রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় পৌঁছালে রাজবাড়ী জেলার বাস শ্রমিকদের একটি গ্রুপ কুষ্টিয়াগামী লোকাল বাসের শ্রমিকদের মারধর করেন। এর জেরে দুই জেলার মধ্যে শনিবার দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে ৫০টি লোকাল এবং ৩০টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা