সুইজারল্যান্ড আ.লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫২
অ- অ+

যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। শুক্রবার সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় জেনেভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই দিনটির গুরুত্ব ও একাত্তরের পরাজিত শক্তির বর্তমান ষড়যন্ত্রের ওপর বক্তব্য দেন সিনিয়র নেতা মো. মহসিন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মো. আকবর আলী, সাংগঠনিক সম্পাদক গৌরী চরণ সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল জুনায়েদ, সমীরণ বড়ুয়া, ফুয়াদ হাসান, তপু বড়ুয়া, তারেক আল মাহমুদ প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র নেতা শেখ দুলু, ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া।

এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, একাত্তরের ৩০ লাখ শহীদ ও ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং যেকোনো মূল্যে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা