বাংলাদেশের জেসি এবার আম্পায়ারিং করবেন বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
অ- অ+

আগামী শনিবার (১৮ জানুয়ারি) থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। মালয়েশিয়ায় আয়োজিত এই টুর্নামেন্টে তিনি ২০ জন নির্বাচিত ম্যাচ অফিসিয়ালের মধ্যে একজন। গত বছরের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন তিনি।

এখন পর্যন্ত মেয়েদের ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী সাথিরা। গত বছরের জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আম্পায়ারিং করেছেন তিনি। সবশেষ গত ডিসেম্বরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও তিনি আম্পায়ারিং করেছেন।

এশিয়া কাপে আম্পায়ারিং করলেও সাথিরার স্বপ্ন ছিল বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার। গত অক্টোবরে নারী বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। আর সেই খেলায় সাথিরার আম্পায়ারিং করার ব্যাপারেও আশাবাদী ছিল বিসিবি।

কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্বকাপের আসর বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। সেই সঙ্গে সাথিরাকেও সেই টুর্নামেন্টে ম্যাচ অফিশিয়ালদের তালিকায় রাখা হয়নি। তবে এবার তিনি বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ জন ম্যাচ অফিশিয়ালের মধ্যে ১৬ জন আম্পায়ার। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন সাথিরা। ম্যাচ অফিশিয়ালের দায়িত্বে থাকছেন আরও ১৩ দেশের ১৯ জন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ৪ দেশের ৪ জন। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস থেকে আম্পায়ার থাকছেন ২ জন করে।

তালিকায় আছেন কাতারের শিবানী মিশ্রও, যিনি ২০১৯ সালে প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। সেবার ম্যাচ অফিশিয়ালের তালিকায় ছিলেন বাংলাদেশের দুজন আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। শরফুদ্দৌলা এখন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। নিয়ামুর চলমান বিপিএলে দায়িত্ব পালন করছেন।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার থাকছেন যারা: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী বেণুগোপালান ও নারায়ণান জননী (ভারত), আইডান সিভার (আয়ারল্যান্ড), নীতীন বাথি ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেনুডু ডি সিলভা (শ্রীলঙ্কা), বিজয় প্রকাশ মাল্লেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)। ম্যাচ রেফারি: রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), ডিন কস্কার (ইংল্যান্ড) ও ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া)।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা