কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় ফাতেমা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর শাহ রৌশন দরগাবাড়ি মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন পারাপারের সময় সোমবার সকাল ৯টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ নারীর মৃত্যু হয়েছে। অসতর্কভাবে রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ফাতেমা আক্তার নিহত হন। এসময় ফাতেমার শরীর কয়েক খন্ডে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, ‘আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি রেল দুর্ঘটনায় নিহত নারী অসতর্কভাবে রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, নিহত ফাতেমা আক্তার ট্রেনের ধাক্কায় মারা যাওয়ায় তার শরীর কয়েকটি টুকরো হয়ে যায়।
(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন