চব্বিশ পরবর্তীতে বাংলাদেশে আ.লীগের জায়গায় নাই: হাসনাত আবদুল্লাহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ যে শাসন ব্যবস্থা কায়েম করেছে তা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের শাসন। এই আওয়ামী জাহিলিয়াতের সময় নারায়ণগঞ্জকে স্বীকৃত করেছে এটা নাকি সেলিম ওসমানের আর শামীম ওসমানের নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মধ্যে প্রত্যেকটা মানুষের সমান হিস্যা রয়েছে। এ দেশ কোনো ব্যক্তি কিংবা কারোর বাপের পৈতৃক সম্পত্তি না। যেসব রাজনৈতিক দল ব্ল্যাংক চেকের মাধ্যমে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান তাদের বলতে চাই আমাদের ছাত্র-জনতার লাশের ওপর দিয়ে আনতে হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে হয় ছাত্ররা থাকবে, নয়তো আওয়ামী লীগ থাকবে।

তিনি বলেন, ৭২'এর মুজিব বাদী সংবিধানের মাধ্যমেই সেলিম ওসমান আর শামীম ওসমানের জন্ম হয়েছে, হাসিনা থেকে খুনি হাসিনা বানিয়েছে। ৫ আগস্টে আমরা আমাদের আন্দোলন ও সহযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে হাসিনাকে পালাতে বাধ্য করেছি। ওইদিন থেকেই এই সংবিধানের উপযোগিতা ও প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ‘৫ আগস্টের পর ভেবেছিলাম দেশের একটি বড় পরিবর্তন হবে কিন্তু কিছু হয়নি। এখনও খেটে খাওয়া মানুষের পরিবর্তন হয়নি। অটোচালক, সিএনজি চালকদের সাথে কথা বললে জানা যায় এখনো স্থানীয় চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। আমরা যে স্বপ্ন দেখেছিলাম দিন দিন তা হারিয়ে যাচ্ছে। তাই অতিশিগগিরই আমাদের নাগরিকদের অধিকার নিশ্চিত করে ঘোষণা করতে হবে।

তিনি পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, ফ্যাসিবাদী আমলের সকল পুলিশ এখনও বহাল। পুলিশ এখনো মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, শওকত আলী, তামিম আহমেদ, তুহিন মাহমুদ, শাকিল সাইফুল্লাহ, অনিক খান সিয়াম, জাহিদুল হক বাধন, ইমদাদুল হক নিক্সন প্রমুখ।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরস শুরু শনিবার
আমিরাত সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা 
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল
সিরাজদিখান থানায় হামলা: ৬০ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ২ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা