বিএনপি রাজত্বের রাজনীতি করে না: মজনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪১
অ- অ+

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ‘বিএনপি কখনো রাজত্ব করার জন্য রাজনীতি করে না। জনগণের কল্যাণই আমাদের রাজনীতি। বিএনপি যদি রাজত্বের জন্য রাজনীতি করতো তাহলে এরশাদসহ পতিত আওয়ামী স্বৈরশাসকের সঙ্গে আপস করতে পারতো। এ ধরণের প্রস্তাব প্রত্যাখান করে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।’

মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, ‘জনগণের কল্যাণে রাজনীতি না করলে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়। আর ফ্যাসিবাদিদের পরিণতি হাসিনার মতই হবে। ২৪ আমাদের জন্য একটি উদাহরণ, এই উদাহরণ সকলকে মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার একে একে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। আজ এই ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমাদেরকে ভবিষ্যৎ আর্থ সামাজিক ও রাজনৈতিক সংস্কারের কথা ভাবতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা আমাদের এই ধ্বংসস্তুপ থেকে মুক্তির পথ দেখাবে।’

ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিএনপি নেত্রী মিসেস সিরাজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন, কলাবাগান থানার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, আহত ১২
আমলার সঙ্গে যৌথভাবে যে রেকর্ড গড়লেন বাবর আজম
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু 
জবি ভর্তি পরীক্ষায় ৫০ বছর বয়সি তাওহিদুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা