দ্বিতীয় ক্যাম্পাসে যাবে সেনাবাহিনী, তবে রেজুলেশন পর্যন্ত জবি শাটডাউন চলবে

জবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:২৩| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৮
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া আগামী তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে উপাচার্য এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ‘আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। সেনাবাহিনী ইতিমধ্যে সম্মতি দিয়েছে। আগামী রবিবার তারা ক্যাম্পাস পরিদর্শন করবেন। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে, তারা তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে।’

তবে প্রশাসন লিখিত নিশ্চয়তা না দেয়ায় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাসে ভিজিটে যাবেন বলেছেন। তারা বলেছে তিন কার্যদিবসের মধ্যে কাজ নেবেন। আমাদের আগের কথামতো যত দিন কাজ সেনাবাহিনী লিখিত আকারে না নেবে বা রেজুলেশন না দেবে, তত দিন ক্যাম্পাস শাটডাউন চলবে।’

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা