বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:১৭
অ- অ+

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের ১১তম আসর এবার শুরু হবে চট্টগ্রামে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা সাড়ে ৬টার মুখোমুখি হবে স্বাগতিক চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নিতে চট্টগ্রাম পর্ব থেকেই ঘুঁরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দলগুলোর।

ঢাকার পর সিলেট পর্বেও অপরাজিত রংপুর রাইডার্স টানা সাত ম্যাচ জিতে ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চিটাগং কিংস। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬, তবে নেট রানরেটে পিছিয়ে আছে ৩-এ। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৪-এ খুলনা টাইগার্স। ছয় ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। সিলেট ৫-এ ও ৬-এ আছে রাজশাহী। আর সাত ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা ক্যাপিটালস।

কোয়ালিফায়ার রাউন্ডে খেলার লক্ষ্যে রংপুর ছাড়া বাকি ছয় দলের জন্যই গুরুত্বপুর্ণ চট্টগ্রাম পর্বটি। মাঠের লড়াইয়ে স্থানীয় দর্শকদের সমর্থন বাড়তি পাওয়া চিটাগং কিংসের। খুলনার বিপক্ষে জিতলে সম্ভাবনা বাড়বে কোয়ালিফায়ারে খেলার।

বিপিএলে দলগুলোর বাইরে ব্যাটিং, বোলিংয়ের ঝলকেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দেশীয় ক্রিকেটারদের মধ্যে। ৬ ম্যাচে ৫০ গড়ে ২৫১ রান করে ব্যাটিংয়ের শীর্ষে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। ৭ ম্যাচে ২৪৬ রান নিয়ে তৃতীয়তে ঢাকার তানজিদ হাসান তামিম। ৬ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট দুর্বার রাজশাহীর তাসকিনের। সমান ১১টি উইকেট নিয়ে খুলনার আবু হায়দার রনি এবং সিলেটের তানজিম হাসান সাকিব আছেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

এবারের আসরে চট্টগ্রামে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ। অতীত হতাশা ভুলে চট্টগ্রাম পর্বে বাকি ম্যাচে সেরাটা দিতে মুখিয়ে পিছিয়ে পড়া দলগুলো। এরপর আবার ঢাকায় আসবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা