শরীয়তপুরে পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মহর আলী মাদবর কান্দি পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে মাঝিরঘাট নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি একটি মধ্যবয়স্ক নারীর হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত অবস্থায় থাকার কারণে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। এছাড়াও কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থামীয় বাসিন্দা বদশা শেখ ঢাকা টাইমসকে বলেন, 'আমরা সকালে নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিই। লাশটি উপুড় হয়ে ভাসছিল। তাই ওই সময় নিশ্চিত হওয়া যায়নি এটি নারী না পুরুষের। পরে পুলিশ এসে উদ্ধার করার পর জানতে পারি এটি একটি নারীর লাশ ছিল।'
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, ‘এলাকাবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং নিশ্চিত হয়েছি লাশটি একটি নারীর। লাশটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ধারণা করা যাচ্ছে এটি ৪০-৪৫ বছর বয়সী মধ্যবয়স্ক নারীর লাশ হবে। তবে কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বাকি তথ্য বলা যাবে।
(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন