সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় অভিযানে দুদক, মিলল যত টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩০
অ- অ+

দুদকের অভিযানে গ্রেপ্তারের পর এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর দুদকের একটি দল তার ধানমন্ডির বাসায় অভিযান চালায়।

দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এসকে সুরের বাসায় অভিযান চালাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান তিনি। চলতি মাসের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে ২৩ ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএস কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
ঝিনাইদহে বাড়ছে ঝুঁকিপূর্ণ তামাক চাষ
মেক্সিকোতে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারীকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা