সোনারগাঁয়ে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫
অ- অ+

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে সনমান্দি ইউনিয়নের ফতেপুর খেলার মাঠ প্রাঙ্গণে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সনমান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সনমান্দি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের নেতা রাকিব হাসান, সনমান্দী ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সুমন হাওলাদার, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাছর, বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক চঞ্চল প্রমুখ।

(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তিস্তার দুঃখ তুলে ধরা হবে
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা