৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৫৪
অ- অ+

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানা এলাকায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. জসিম বেপারীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার কেরানীগঞ্জের বাহেরচর এলাকা তাকে র‌্যাব-২ এর একটি দল গ্রেপ্তার করে।

ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

র‌্যাব জানায়, জসিম বেপারী ও ভিকটিমের পরিবার পরস্পর প্রতিবেশী। গত ৮ ডিসেম্বর দুপুরে আসামি মো. জসিম বেপারী শিশু ভিকটিমকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বসত বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জসিম বেপারী দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জসিম বেপারীকে আসামি করে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ মামলায় রবিবার বিকালে ঢাকা জেলার কেরানীগঞ্জের বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে জসীমকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা