সাকিবের পর এবার লিজেন্ড নাইন্টিতে নাম লেখালেন তামিমও

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। যাদের হাত ধরে বাংলাদেশ বহু ম্যাচে পেয়েছে জয়ের স্বাদ। এবার একই টুর্নামেন্টে মাঠে নামছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দুজন খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। সাকিব দল পেয়েছিলেন আগেই, এবার দল পেলেন তামিমও।
তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে লিজেন্ড নাইন্টির পেজ থেকে তামিম বলেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’
লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।
২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন তামিম। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যায়নি। অবশেষে কিছুদিন আগে অবসরের ঘোষণা দেন তিনি।
(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন